প্রিয়তমা!তুমি শীতে কাঁপছো?
ভয় নেই
আমি আসছি বসন্ত হয়ে  
শীতের ধারালো দাঁত খসে পড়বে
ভেঙে যাবে ওর কনকনে হাত ।
আর তুমি ফাগুনের ফাগের আঁচে একটু বসবে ;
চেরি ঠোঁটে এক ফালি হাসি দেবে
তবে জানবে বসন্ত ভালো ,বসন্তের রঙও ভালো ;
বসন্তের ছোঁয়া আরও ভালো
কিন্তু বসন্ত রোগ ....নৈব নৈব চঃ ॥