বাড়ির গরম বাতাসে মনের গহনে আগ্নেয় গীরীর লাভা,
বাড়ির ভিতর মেঘের নিনাদ ;
এক ফালি শান্তির সন্ধানে হৃদয়ে চাতকের প্রাণপণ আবেদন l


চালতা লংকার ঝালেরা চোখে নিম্নচাপ;
বাড়ির কার্ণিশে ঝগড়ুটে টিয়ার উৎপাতে মনে টর্নেডোর ছয়লাপ l


মনের চাতালের লন্ডভন্ড অংশগুলো দীর্ঘশ্বাসের জোরে উড়িয়ে দিয়,
ঠোঁটের কোণের লাগায় নকল হাসি ভদ্রতার শাখা বিস্তার করি পাথর চাপা ভাবি বৃক্ষের মত ।


কায়-মন-বাক্যে একটু আতর স্প্রে করি ,
নিজের বাস্তবতা ঢেকে রাখি মেকি সৌখিনতায় ।