আমাদের দেহটি একটি মন্দির
মন্দিরটি অস্থি-রক্ত-মাংস দিয়ে আবৃত
মন্দিরের ভিতরে আছে কমলাসন
এই আসনেই স্রষ্টা সুপ্ত ।


আমাদের চেতন সত্তা মন
একে স্থির-শুদ্ধ-স্বচ্ছ করতে হবে ,
এর জন্য ধ্যান করতে হবে
ধ্যান হল অবিচ্ছিন্ন চিন্তাপ্রবাহ ।
সৃষ্টি-কর্তাকে অবিরাম ভাবতে হবে
এর ফলে বিবেক জাগবে ,
বাহ্যিক জ্ঞান লুপ্ত হবে
মন হবে প্রশান্ত
প্রশান্ত চিত্তেই জাগবে স্রষ্টা ;
দেহ মন্দিরে হবে পুষ্প বৃষ্টি
এ বৃষ্টিই চিরশান্তির সিন্ধু ।