বিজয় দিবস মানে -
পাক হানাদারের তাণ্ডব ক্ষয়
অত্যাচারী হায়নাদের ভেঙে দেয়া ভুল ,
পরাধীনতার শিকল ভাঙা
বধ্যভূমির জাগ্রত ইতিহাস ;
রক্তে ভেজা পচা লাশের গন্ধ
নির্মম যাঁতাকলের লন্ডভন্ড ।


বিজয় দিবস মানে-
ত্রিশ লক্ষ শহীদের ঝরে পড়া রক্ত
বিশ্বের কাছে সত্যের ভীত শক্ত ,
খুশির জোয়ার আশায় ভরা আলো
বাংলা ভাষার দ্বীপ শিখা জ্বালা ;
শহীদ রক্তে সদ্য ফোটা ফুল
আঁধার শেষে রক্তিম সূর্যোদয় ।


বিজয় দিবস মানে-
সুশাসন আর গণতন্ত্রের জয়
বাংলা মায়ের আঁচল ভরা তারা,
লাল সবুজের নতুন শিশুর জন্ম
শান্তির দূত মুজিবরের স্বপ্ন পূরণ ;
রাজপথে বিজয় বজ্রধ্বনির সুর
মুক্তি যোদ্ধার জয় স্বাধীন বাংলাদেশ ।