তোমায় গলায় পরিয়ে ছিলাম হার
কপালে টিপ আর হাতে আংটি
খুশি হয়ে আমার ওষ্ঠে এঁকেছিলে আলপনা ,  
আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছিলে
আমার আকাশের চাঁদের ঝিলিক l


আজ হারটা কালের নিয়মে সেকেলে
টুকটা আজ আঠার অভাবে প্রতিবন্ধী
আংটিটায় পরিত্যক্ত প্রেমের মরচে দাগ ;
কিন্তু ওষ্ঠের আলপনার দাগটা আজও
মরুভূমির এক ফালি বাগান l


পাকা ফল ডাল থেকে পড়ে খসে
শাখা কী তার জন্য বিলাপ করে বসে ?
ফুল বাতাসে ছাড়ে তার সুবাস
পুষ্প কী পুনরায় পায় তার আভাস ?
কিন্তু স্বাদ-সুবাসের বারিধারায় স্নাত চাতক -
আবারও বৃষ্টি চাই ......l