মহামানবের তীর্থ ক্ষেত্রে-
আমরা শ্রেষ্টতম জীব মানুষ ,
মানুষ হিসেবে আমরা সিন্ধুর বিন্দু  
বিন্দু বিন্দুর মিলনে উঠে মনুষ্যত্বের ঢেউ ;
এই ঢেউয়ে স্নান করাই পূর্ণতা
এই পূর্ণতায় শ্রেষ্টত্বের আধার ।


ভাব বিনিময়ের তীর্থক্ষেত্রে -
বসুধার আমরা কেন্দ্রীয় শক্তি ,
কেন্দ্রীয় শক্তি মানবতা
মানবতায় অমর সত্তা ;
এই অমর সত্তায় প্রকৃত আনন্দ
এই আনন্দ উপলব্ধি করি মানব সম্পর্কে ।


কর্তব্যকর্মের তীর্থক্ষেত্রে-
মাথার উপর একটাই আকাশ ,
ক্ষেত্রে একই মানব জাতির বংশধর
প্রত্যেকের হৃদয়ে একই প্রেমের একতারা ;
প্রতি দেহে উপাদান সরবরাহ করে রক্ত
রক্ত বাহিতের মাধ্যম শিরা-উপশির ।


পুণ্যকর্মের তীর্থক্ষেত্রে -
মানব ধর্ম শ্রেষ্ট ধর্ম ,
এই ধর্মে সম্পর্ক হল ফুল
প্রতীক্ষা হল সুগন্ধি চন্দন ;
প্রাণের মেলবন্ধনই উত্সব
একাত্মতাবোধেই পরম উপলব্ধি ।