হাল ছেড়ো না বন্ধু হাল ছেড়ো না ,
সময়ের প্রবাহে থেমে যেও না ।


জগত অনিত্য-
যার উত্পত্তি আছে;তার ধ্বংস আছে
যার অস্তিত্ব আছে;তার অভাব আছে
সবকিছুই পরিবর্তনশীল;সব কিছুই বিনাশশীল ।
আকাশের সাদা মেঘ সেও কালো হয়
বায়ুমণ্ডলের আদ্রতাও উষ্ণ হয়,
জ্বলন্ত অগ্নিপিণ্ডও ঢাকা পড়ে যায়
আজ যে ফুল সুগন্ধ প্রদান করছে
কাল তা ঝরে যাবে ;
আজ যার জন্য প্রাণে হাসির জোয়ার
কাল তা ভাটায় পরিণত হবে ।


এর জন্য দুঃখ নয় ;এগিয়ে যেতে হবে
এর জন্য ভেঙে পড়া নয় ;শক্ত হতে হবে
সময়ের সাথে পরিবর্তন হওয়ায় জীবন
সময়ের তালে নাচতে পারলেই সুখ ,
জীবনের সাথে সবকে সহনীয় করলেই  আনন্দ ।


শুধু বসন্তের গাঁদা-ডালিয়া-চন্দ্রমল্লিকা নিয়ে মাতলে বেল-জুঁই-গন্ধরাজের গন্ধে কি মাতাল হতে পারবে ?
ঋতুতে গ্রীষ্ম বর্ষা শরত শীত যেমন আছে তেমন আছে ফুল ফল শাক সবজির সম্ভার,আর এতেই জিহ্বা-দাঁতের রঙ বাড়ে ।
তাই এগিয়ে চলো;সময়ের তালে
জীবনের টর্নেডোকে দৃঢ় হস্তে হাসি মুখে আয়ত্ত কর ,
অনুকূল পরিস্থিতিতে ছুটো
প্রতিকূল পরিস্থিতিতে হাঁটো ;
না হাঁটতে পারলে হামা দাও
তাও না পারলে প্রশান্ত হও ।


চন্দ্র-সূর্যকেও মেঘে লুকিয়ে পড়তে হয় মেঘ সরলেই সে নিজ স্বভাব বজায় রাখে ,
একদিন আঁধার ঘুচে সোনালী সূর্যের চাদরে জীবন সুন্দর হবে
জীবনের সারণীর যত কালো সব মুছে যাবে ।