আমরা প্রকৃতির আসমানে আদিত্য-
প্রভাকর হিসেবে প্রভা দেওয়া আমাদের পরম ধর্ম
সাতরঙা রামধনু হতে হলে আত্মা কে উপলব্ধি করতে হবে ,
এর জন্য প্রয়োজন আত্মা কে উত্সর্গ করা
নিজেকে সকলের স্বার্থে নিয়োজিত করা
সকলের মঙ্গল কামনায় ব্রতী হওয়া।

ফুল অপরের জন্যই প্রস্ফুটিত হয়
জল জীবন হয় নিজেকে নিবেদন করে ,
মহান মানব হওয়া যায় মানবতার দাস হয়ে
নিজ স্বার্থের গন্ডি কে ভেঙে অপরের স্বার্থে নিজেকে বিলিয়ে দিতে হবে ;
ক্ষুদ্র স্বার্থের বেড়াজাল ছিন্ন করে মানব কল্যাণের নেটওয়ার্ক বিস্তার করতে হবে।


সংকীর্ণ স্বার্থের বিলোপ করে বৃহত্তর স্বার্থে নিজেকে বিকশিত করাতেই মানুষের স্বার্থকতা ,
বৃক্ষ হতে পারলেই পরম আনন্দের উপলব্ধি
এই উপলব্ধিই প্রকৃত মানুষের ধর্ম
প্রকৃত মানুষ হিসেবে বাঁচার মত করে বাঁচতে পারার ধর্ম ।