কবিতা একটি নারী-
অলংকারের গুনে নারীর যেমন সৌন্দর্যে রূপালী চাঁদ খেলা করে ;
তেমনি অলংকারের সৌজন্যে কবিতার প্রাণ প্রতিষ্টা হয় ।


কবিতা একটি নারী -
আবরণের মোড়কে যেমন থাকে রহস্যের হাতছানি ;
তেমনি রূপকের পর্দায় কবিতার সত্যের রহস্য রচিত হয় ।


কবিতা একটি নারী -
আড়ো আঁখিই যেমন গাঢ়ো করে পুরুষ হৃদয়ের লোলুপতা ;
তেমনি কবিতার সংকেতে পাঠকের অন্তরে আনে আবেশে আকুলতা ।


কবিতা একটি নারী -
চেরি ঠোঁটে যেমন সুপ্ত হৃদয় রঙিন করে তোলে ;
তেমনি কাব্যিক ছন্দ মনের রাজ্যে শিহরণ
গড়ে তোলে ।