মহাবিশ্ব চলমান -
চলমান বিশ্বই প্রকৃতির ভারসাম্য বজায় রাখে
মহাবিশ্ব স্থির হলে সব ধ্বংস হবে ,
তখন তৃষ্ণা-বিতৃষ্ণা তৃপ্তি-অতৃপ্তি-
দুঃখ-সুখ আরাম-যন্ত্রণা কিছুই থাকবে না ।


মহাবিশ্বের জন্যই জীবন প্রবাহ
গাছে ফুল-ফল
নদীতে জীব-জল ,
মনে প্রেম-পরিণয়
চোখে ঠোঁটে হাতছানি ;
জীবন-মৃত্যু দিন-রাত
আনন্দ-উচ্ছাস ।


সবেই মহাবিশ্বের কারুকার্য
তার চলাতেই আমরা চলমান
আমাদের অস্তিত্ব ;
সংগ্রাম
চরৈবেতি।