জীব জগতের সদস্য হিসেবে আমরা মানুষ
মানুষের শ্রেষ্টত্ব প্রকাশ হয় অন্তরের বিকাশের মধ্য দিয়ে ,
অন্তরের বিকাশের জন্য অন্তরের সাথে অন্তরের যোগ প্রয়োজন
এর জন্য নিজের হৃদয় কে সিন্ধু করতে হবে ;
শান্তির ঢেউয়ের উচ্ছাস হয়ে -
সকলের হৃদয়কে স্নাত করতে হবে ।


কুপ্রক্ষোভ কে সংযমের আঘাতে নিষ্ক্রিয় করতে হবে
নিজ স্বার্থকে দেশ ও দশের স্বার্থের ঢেউয়ে বিলীন করতে হবে ,
নিজেকে জানতে হবে
নিজেকে বুঝতে হবে
আত্মাকে উপলব্ধি করতে হবে ;
পরমাত্মা এই আত্মা প্রদান করেছেন -
শান্তির দূত হিসেবে
মঙ্গলের দূত হিসেবে
অপরের কল্যাণে নিয়োজিত করতে ,
এই বোধই শ্রেষ্ট বোধ
এই বোধই মানুষকে মানুষ করে তোলে ।