নিরাপদে থাকতে  চাও ;
পরম প্রেমময়ের মন পেতে চাও ?


ইন্দ্রিয় দমন করতে হবে
সকলের প্রতি সেবা পরায়ণ হতে হবে ,
সমস্ত প্রাণীর কল্যাণ সাধনে ব্রতী হতে হবে
অন্তরে ও বাইরে নির্মল হতে হবে ;
তা হলেই পরমাত্মা সর্বত্রই বিরাজমান
এই উপলব্ধি আসবে
এ উপলব্ধিই পূর্ণ উপলব্ধি ।


সব কাজই তাঁর
তাঁর কৃপায় আমি করি ,
আমি তাঁর কর্মী
তাঁর নির্দেশে কাজ করি ;
প্রতি ফলে যেমন বীজ থাকে তেমনি প্রতি বীজে তিনি
প্রতি ক্ষণে যেমন মুহূর্ত থাকে তেমনি প্রতি মুহূর্তে তিনি ,
প্রতি দেহে যেমন আত্মা থাকে তেমনি প্রতি আত্মায় তিনি
প্রতি শ্বাসে যেমন বায়ু প্রতি বায়ুতে  তিনি,
এই বোধ হলে তিনি প্রতি ক্ষণে তোমার কাছে
তিনি নিজেই ভবসমুদ্র থেকে উদ্ধার করবেন
তিনি নিজেই অপ্রাকৃত জগতে নিয়ে যাবেন ;
মায়ের কোলে যেমন শিশু নিরাপদ
তেমনি তাঁর সান্নিধ্যে তুমিও নিরাপদ ।