মানুষের মনটি মোমবাতি -
সকলের মনে আলো দিতে গিয়ে
নিজেই শেষ হয়ে যায় ।


মানুষের মনটি সূর্য -
সকলকে কিরণ দিতে দিতে
নিজেই অস্তমিত হয় ।


মানুষের মনটি নদী-
সকল কিছু বহন করতে গিয়ে
নিজেই কখন নাব্যতা হারিয়ে ফেলে ।


মানুষের মনটি ফুল -
সকলের কাছেসৌরভে সুবাসিত হয়ে
নিজেই কখন ঝরে পড়ে অসীমের কোলে।


মানুষের মনটি আকাশ -
সকলের কাছে উদার হতে গিয়ে
নিজেই কখন মেঘে ঢাকা পড়ে যায় ।


মানুষের মনটি সবুজ পাতা -
প্রাণপ্রাচুর্যের পসরা সাজিয়ে
নিজেই কখন শুষ্ক হয়ে খসে পড়ে ।