বাংলা গদ্যের স্রষ্টা তুমি
বর্ণপরিচয়ের পিতা ,
পরের দুঃখে কাতর তুমি
বিধবাদের ত্রাতা ।


মাতৃ সাধকের মডেল তুমি
আদর্শ বান শিক্ষক ,
নারী শিক্ষার অগ্রণী তুমি
বাংলা ভাষার রক্ষক ।


বাল্য বিবাহের রোধক তুমি
বহুবিবাহের বাজ ,
রক্ষণশীলতার বিদ্রোহী তুমি
সংস্কৃতের তাজ ।


জাতির ঐতিয্য রক্ষায় তুমি
করেছিলে প্রাণ পণ ,
মানব সেবার প্রতীক তুমি
সঁপে ছিলে মন ।


বাংলা লিপির সংস্কার করে
করলে যুক্তিবহ ,
সহজবোধ্য বর্ণপরিচয় রচে
করলে অর্থবহ ।