বিশ্ববাসী হয়ে তুমি
     করেছ স্বার্থ ত্যাগ,
শান্তি মৈত্রি ফিরিয়ে আনতে
     করেছ প্রেমের যাগ।
বীরের মত এগিয়ে গেছ
  বাধাকে করেছ ছাই,
সকল মানুষকে নিজের ভেবে
     বলেছ তাদের ভাই।
রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে
   হয়েছ অনাথের নাথ,
সম্প্রীতির বাণী প্রচার করে
   হয়েছ বিশ্বের নাথ।
সনাতন ধর্মের প্রসার করে
  দিয়েছ ভারত বাসীর শক্তি,
চরৈবেতী মন্ত্রে দীক্ষিত করে
   ঘটিয়েছ অলসতার মুক্তি।
তোমার বাণী প্রচার করে
    পায় শুধু আনন্দ,
তুমি বীর ভারত প্রতীক
    তুমি স্বামী বিবেকানন্দ।