চার ফাগ কেটে গেল
দেখিনি বিদ্যা মঠ,
মুখে ফোটে খই মোর
নড়ে শুধু ঠোঁট ।


যদি কিছু বলি আমি
পদবী হবে পাকা,
কচি থেকে বলে সব
কামাতে হবে টাকা!


খেলি আমি ঘুরি আমি
পড়িনি এক দম,
বাপি বলে মজা করো
লহরী নয় কম ।


নাম ধরে ডাকি আমি
সবার আমি বড়,
আমার কদর বেশ
ডাকেই সব জড়।


ঘুড়ি নিয়ে ছাদে যাই
বলকে নিয়ে মাঠে,
সাজি নিয়ে ফুল তুলি
দাদুর সাথে হাটে।


টিভি খুলে গান দেখি
নাচন তালে তালে ,
লাফালাফি করি আর
চুমুটা গালে গালে ।


মা বেশ কড়া বন্ধু
মজার মোর বাপি,
চুপি চুপি বলি শোনো
আমার ঘোড়া বাপি।


আমি শিশু ভাবি তরু
মানুষ হতে চাই,
জীব সেবা শিব সেবা
দেখিয়ে দেব ভাই।