তখন দুপুর,
তোমার বুকের মানচিত্রে আমি
নদীর মত বয়ে চলেছি মোহনার দিকে
আমার কার্নিশে তুমি তোতা,
এলো কেশে যৌবনের তরঙ্গে  আমাকে স্নাত করলে
আমি শামুকের চিহ্ন কেটে এগিয়ে চলেছি ভূগোলের ভাঁজে ভাঁজে
তারপর একরাশ প্রেমের ফটিক জল উজাড় করলাম তোমার গহ্বরে;
তুমি সিক্ত হলে মোহিত হলে হারিয়ে গেলে নিঃস্রাবে
আমি প্রমত্ত হলাম নির্যাস অনুভূতির পরিশ্রান্ত প্রাপ্তিতে।