পদ্মাবতী জানুক আর না জানুক
আজ পদ্মাবতীর রাজত্ব,
তাঁর আবেশেই লেহনের জমাটি আড্ডা
আনাচেকানাচে পদ্ম ভ্রমরার কলকল স্রোত
বাতাস ছোঁ মেরে নিয়ে যায় পদ্মের সুরভী।


দক্ষিণের বাতাস মাথা তুলে বলে-
এসব অন্ধ বিশ্বাসীদের রসাস্বাদন।
উত্তরের বাতাস নিমেষে সই করে স্বাক্ষ্য দেয়।
উত্তরের বাতাস বলে জানিস সই,আমার মনের কুলুঙ্গিতেও একটা প্রশ্ন আঁকিবুকি কাটে।
দক্ষিণের বাতাস বলে, আরে ইয়ার গণতন্রের গিলোটিনে এত ভয় কিসের?
উত্তরে বাতাস বলে,
মেকি ধর্মনিরপেক্ষরা গর্জে কি করছেন?
দক্ষিণের বাতাস বলে চুপ!
ওনারা লেহন করেননি;শুধু পান করেন
নীলকন্ঠের মত ওনাদের গলায় শুধু পদ্মকণ্ঠ,
তাদের হৃদয় দরিয়ার চোরা স্রোতে শুধু প্রত্যাশা
রাজত্বের কান ঘেঁষে ছুটে চলে প্রাপ্তির নন স্টপ মেট্রো।