গরম তাণ্ডব  চালায়
চারিদিকে জলের হাহাকার
এক ফালি বাতাসের কাতর আবেদন
বসে আছি একা একা
হঠাৎ মোবাইলের মেসেজ এলার্ট
রবীন্দ্র জয়ন্তি
মনে পড়ে গেল শৈশবের সেই দিন গুলোর কথা
ভোরে পাড়া পড়শীর গাছে গাছে ফুল তোলা
কবিতার রেওয়াজ, অবৃত্তি করতে হবে যে
সাতটার মধ্যে স্কুলে গিয়ে
ফুলের মালা,কবিতার নৈবেদ্য আর সমবেত কন্ঠে গানের যজ্ঞে রবি পূজার আয়োজন
সবশেষে মিষ্টি মুখ করে বাড়ি ফেরা
আজ মোবাইলে ফরওয়ার্ড মেসেজে প্রতীকী রবি পূজার আয়োজন।
শুধু বসে বসে দেখা
আর সোনালী স্মৃতির রোমন্থন।
এখন স্কুল ছুটি যে...।