আজও ডুবা হয়নি আমার
তোমার নিগূঢ় সত্তায়,
স্বপ্নে দেখি মৌলবাদীরা
ভাসতে থাকে মানবতায়।


ভ্রান্ত ডিঙিয়ে শ্রান্ত হলেই
তৈরি হবে মানবজমিন,
একই ফুলের পাপড়ি হলে
ফুলটি হবে শ্রেষ্ঠ রঙিন।


স্বপ্ন দেখি সব চাঁদেরাই
জোছনা ছড়ায় মায়ের বুকে,
ছিটকে পড়া তারা গুলোও
সেবা করে হাসি মুখে।


যার উনুন পায়না আগুন
থালা গুলো শুধুই কাঁপে,
তার বাড়িতেও খাবার থাকুক
শীর্ণ গুলো উঠুক ফেঁপে।


স্বপ্ন দেখি সব গ্রহরা
দিচ্ছে আলো ঝলমলিয়ে,
বিবিধের মাঝে একতা নদী
ছুটছে কেমন কলকলিয়ে।


শপথ করি আমরা সবাই
অদ্বিতীয় করব দেশ,
সব কোষেতে ঝংকার শুনি
স্নেহময়ীর স্নেহের রেশ।


হৃদয়ে হৃদয় চুয়ে পড়ুক
উচ্ছল জলধিত রঙ্গে,
ভাল-মন্দে থাকবো সবে
ভাগ্যবিধাতার সঙ্গে।