শীতের মগডালে বসে বসে-
ফেলে আসা নুড়ি গুলো কুড়ায় আর লুফি
কিছু ধারালো নুড়ি ক্ষত বিক্ষত করে
আর কিছু কাঁপুনি শীতে এক চিলতে রোদ্দুর,
আমি কুড়াতেই থাকি আর লুফতেই...।
অবশেষে স্মৃতি গুলোকে  বাতাস ছিনিয়ে নিতে আসে
আমি আঁকড়ে ধরতেই-
বাতাস থাপ্পড় মেরে বলে,
ওরে নির্বোধ
তোর এগিয়ে যাওয়াটা স্মৃতি করিসনা
জীবাণু-জলীয় বাষ্প সহ সব কিছু নিয়েই আমি এগিয়ে চলি
কিন্তু কিছুই আমারনা,
সব আসে ভাসে আবার নিজের জায়গায় ফিরে যায়
আমি এগিয়ে চলি প্রকৃতির নিয়মে
আপন ছন্দে কর্মে প্রবৃত্ত থাকায় সংগ্রাম।