১.গাছ মানে

গাছ মানে প্রাণ; সজীব জীবন
গাছ মানে মান; নিরোগ শরীর,
গাছ মানে আলো;সুন্দর ভুবন
গাছ মানে ভালো; মনের আয়না।

২.গাছে গাছে

গাছে গাছে ফুল ফোটে লাল নীল সাদা
সবুজের ঘেরাটোপে থাকে কত ফল,
পাখি সব বাসা বাঁধে করে কলরব
মানুষের প্রাণবায়ু করে কোলাহল।