দুর্নীতির পাহাড়ে হাঁটতে হাঁটতে বলছি
শোষণের লাশকাটা ঘরের কার্নিশ থেকে বলছি
আমি...।
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের গলায় আজ
একমুখী রুদ্রাক্ষের মালা
বহুত্ববাদী দেশের বহু মতামতের দোলায় দুলতে গেলেই
হাতে উঠবে চাবি যুক্ত তালা
নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে গেলেই হতেনাতে পুরষ্কার
ময়না তদন্ত
আজ লাশের গালিচায় হাঁটতে হাঁটতে আমরা শ্রান্ত
জনগণের রাজ তবুও জনগণই দিগভ্রান্ত
সাধারণের শাসনে থেকেও সাধারনের চোখ রসে
সাধারণ সারাদিন খেটেখুটেও মুখে কুলুপ এঁটে বসে
দাঁতে রঙ করে ছদ্মবেশী স্বার্থান্বেষী সেবক গণ
রাজা নাহয়েও শাসন-শোষণের রাজত্বেই ওদের মন
চুপ,ওরা রাজা নন নির্বচিত প্রতিনিধি
ওদের সাথে থাকলেই পাবে চাকরি পদ নিধি
ওদের কথা খসলে পড়ে,কাজটি হবে
বিরুদ্ধে বললে কথা,শ্রীঘরেই রবে
অমুকের ছেলে অমুক ওকে গুড় দাও
অমুকের মেয়ে অমুক ওকে চিনি দাও
অমুকের সম্বন্ধী অমুক ওকে একটুকরো আখ দাও
অমুকের আত্মীয় অমুক ওকেও ...
অমুকের হলে দাও না হলেও নিয়ে যাও শ্রীঘরে
চুপ কথা বলিসনা লাশ হয়ে যাবি
দিনরাত চিন্তার ভাঁজে খাবি খাবি
যদি চাস জীবনে উঠতে চড়াই
কথা না বলে আয় ওদের সাথেই পতাকা উড়াই।