দলছুট


আল আমিন চৌধুরী স্বপন



ফুটবল মাঠে ১১জন না খেলে একা খেলতে গিয়ে বিপাকে পড়লো, দিন কানা খেলোয়ার। বল নিয়ে একবার এই গোল-বারে যায় আবার অন্য গোল-বারে গিয়ে গোল দিতে চায়। এই ভাবে প্রতিযোগিতা ছাড়াই গোলের কাছা-কাছি গিয়ে আর গোল দিতে পারে না। কিন্তু বেস্ট প্লেয়ার হওয়ার ইচ্ছাটাও ছাড়তে পারে না। এদিকে খেলাও শেষ হয় না। রেফরী বাশিও ফু দেয় না। এই ভাবে পেড়েশান হয়ে মনের কষ্ট বলে বলে বেড়ায়। হঠাত করে গায়েবী আওয়াজ আসে, শূন্য মাঠের খেলা গন্য হয় না।দল ছুট প্লেয়ারের কোন পক্ষেই জায়গা হয় না।