এক অদ্ভুত অনুভুতি
আল আমিন চৌধুরী স্বপন


কাছে আসো বললেও, তুমি আসতে পারবে না,
তা আমি জানি।
স্বপ্নের পরীটা স্বপ্নেই থেকে গেলো-
তাকে কাছে আনাতে পারলাম না।
এটা কি ব্যর্থতা না কপালের ফের!


দীর্ঘপথ পাড়ি দিয়ে, আমি সেইখানেই চলে এলাম,
যেখান থেকে হারিয়েছি তোমাকে।


তারপরও দূরত্ব কমে না। আমি বার বার ফিরে আসি,
বার বার ফিরে যাই,
তবুও মন মানে না, আশা ছাড়ি না।
তবে কি, না পাওয়ার কষ্টই আমার!


আমি শেষ হয়ে যাবো, তবুও তোমার প্রতিক্ষায়-
শেষ নিঃশ্বাস নিয়েই শেষ হবো।