একটি গোলাপের মৃত্যু
আল আমিন চৌধুরী স্বপন


একটি গোলাপের মৃত্যু হলো যেখানে ফুল গাছটি ছিল,
সেখানে এখন কবর রচনা হলো।
স্বপ্ন ভেংগে-চুরে চৌচির হয়ে গেলো,
আর সেখানে ফাগুন আসবে না, ফুলও ফুটবে না।


পাখিরা হঠাৎ উড়ে গেলো, শুকনো পাতাগুলি হেলে-দুলে
কবরের বুকে উড়ে পরলো। একদিন এই কবরও মিশে যাবে,
থাকবে না কোন স্মৃতি চিহ্ন।


জানি, আমি তোমার কেউ না।
শুধু একটু বিশেষ সময় ফুটে উঠেছিলাম তোমার কল্পনার বাগানে।
লাল গোলাপটি আমার না, তাই আমি সুবাস নিতে পারলাম না।
কোলাহল শেষ, শুধু দূরত্বের যন্ত্রনা।  
দগ্ধ-বিদগ্ধে আমি এখন শুনশান কবরস্থানে।