একুশের স্মরণে
আল আমিন চৌধুরী স্বপন


ওরা ডাকে, বুক ফুলিয়ে এখনও ডাকে  
কেউ শুনে, কেউ তা শুনে না,
মহাকাল সাক্ষি ওরা মরেও মরে নাই
ওদের কষ্টগুলি রক্তে জমাট, একুশের বুকে
আঁকা স্মৃতির মলাট।  


একুশ ডাকে মধ্য রাতের প্রথম প্রহরে
কাঁপছে স্মৃতি ঝরছে প্রীতি একুশের আল্‌পনাতে,  
রক্তের টানে মন ছুটে যায়,  
ইচ্ছে করে উৎসটাকে সাজিয়ে দেই-
ফুলে ফুলে।


ডাকে ওরা কলরবে, মনের মধ্যে অক্ষরগুলি
নড়ে-চড়ে উঠে, রাত্রীর মৌনাতা ভেংগে তবুও
ওরা আসে নীরবে। শুধু আবেগটা ছুটে চলে-
অজস্র শব্দের মিছিলে।


ব্যানার-ফেস্টুন চিত্রকল্পে হেসে উঠে ওরা  
নৈশব্দে শুনি ওদেরই গান, রাত্রীর নিয়নে
ঝল-মলে আলোয় দেখি বহুবর্ণিল-
কাব্যকথা বহিয়মান।