ইচ্ছেটা ছিল
আল আমিন চৌধুরী স্বপন


ইচ্ছেটা ফেলে এসেছি কিন্তু প্রতিজ্ঞাটা ভুলিনি!
অনেক আশা আছে, তাই আশা ধরে রেখেছি।
তুমি নেই, আছে জমে থাকা স্মৃতি, আছে ফিরে আসা উপলব্ধি।


সময় অসময়ে বেলা-অবেলায় জোঁয়ার-ভাটার মত
ভিজিয়ে দিয়ে যায় আমার স্মৃতিময় নিঃশব্দ অনুভূতি।
সেই যে টিকটিকির টিকটিক শব্দ, তেলাপোকার উড়াউড়ি
এ সবই সৃষ্টির উন্মাদনা।


তুমি আমার মাঝে আছো, তাই আমি কতগুলি অভিজ্ঞতা নিয়ে-
অবশেষে খুঁজে পেয়েছি আমার আসল ঠিকানা।
বাস্তবতা আমার ইচ্ছেটাকে অবাধ্য করেছে, আর-
আবেগ আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে সারাক্ষণ।


আমি স্বপ্নের ফেরিওয়ালা-মৃত্তিকা মায়া, সুবাতাস বয়ে যাওয়া,
রাতের আকাশে চোখে দেখা তারকা, জলন্ত আগুনেও পুরে ছাই-
হয়নি আমার প্রতিজ্ঞা।


এবার ঘুমটা খুলে এসো প্রিয়তমা
আমার ইচ্ছাটাকে উজার করে দিয়ে যাই-
তোমার ফুল সজ্জায়।
© 6/3/2019