জোস্‌না রতের নক্ষত্র সুখ
আল আমিন চৌধুরী স্বপন


একের পর এক ঝরে যায়, তবুও স্মৃতি নীরবে কাঁদায়,
বিষন্ন বদনে অপলক তাকিয়ে থাকি একাকী
চোখের সামনে এসে দেখা দেয় ফেলে আসা অতীত।  


আমার তো পুরাতন বৃক্ষের বাকলের মত শরীর-
চামড়াগুলো কুঁচকে গেছে বয়সের ভারে, কিন্তু কবি মনে-
এখনও বসন্তের নূপুর বাঁজে, ফুল ফোটে ফুল ঝরে তবুও
ফুরায় না জীবনের আবেদন। তাই আমি ফিরে পাই
ফিরে দেখি, আমার জমে থাকা সেই প্রথম দেখার স্মৃতি।  


সেই ছোট্ট বেলায় খেলার ছলে চোখ রেখেছিলাম যে চোখে
সকাল দুপূর পরন্ত বিকেলে, যে আমার নজর কেরেছিল,  
সে আজ বহুদূরে।


আমি শুধু একাকী ভাবি সে ছিল আমার প্রথম প্রেমের-
ঝলক দিয়ে উঠা গোপন খুঁশি। আঁড়ালে-আবডালে দেখা-দেখি,
কাছে যাওয়ার সেই যে আকুতি-মিনতি জীবনের পরতে পরতে
ছন্দ খুঁজে পায় সেই স্বর্গসুখ। আমি সাথে নাই, সে নাই সাথে,
তবুও, আকুল পাথারে দ্রোহী স্মৃতি পোড়ানো দীর্ঘশ্বাস ফেলে,
এতদিন পরেও নিবিড় আলিঙ্গনে বুকের বাঁ দিকে অনুভব করি
জোস্‌না রাতের নক্ষত্র সুখ।