কবি ও কবিতা
আল আমিন চৌধুরী স্বপন  


এবার আমি ডুব দিবো এক গহীনে সাগরে,
বহিয়মান বাতাসে নদী, প্রকৃতি সগর মহা সাগর-
সন্তরণে, আমি খুঁজে নিবো আমার চলার গতি।  
চলছে ভাবনার আবেদন, নিবেদন দ্রুপদী দ্রোহে,
মৌনতা ভেংগে এক অদ্ভূত অনুভূতি-
যে নির্জনতা ভেংগে ক্ষেপে উঠেছে,
তারই অনুরণ ঢেউ তুলেছে সুবিশাল হৃদয়ে।


পাখিরা উড়ুক বা না উড়ুক, আমি উড়ে যাবো-দিক-বিদিক,
নিসর্গের নীল আবরণে "ডেফোডিল" কবিতার-  
মৃদুমন্দ বাতাসে আমি ঘুরে বেড়াবো প্রকৃতির অনুভবে।


মৃত্যুর মৌন মিছিলে যে দিন আমি সামিল হবো, সেদিন-
বড়ই পাত মিশ্রিত জল, মাতাল হয়ে আমার কাব্য তরংগ
ঢেউ তুলবে, আমি যাকে খুঁজছি সে যেন মৃত্যিকার বুকে
সবুজ আঁচল বিছিয়ে দেয়। ভিতরে অন্ধকার বাহিরে আলো  
সেদিন শব্দের ঝাপি খুলে বেঁজে উঠবে জীবনের মর্ম কথা।


একজন কবির অবসান হলেও, বেঁচে থাকবে কবিতা,
মৃত্যুই শেষ না এ জীবন অগাধ, একটি শীতল পরশের-
অপেক্ষায় দিন চলে যায়।


দিন শেষে এই সুন্দর অবয়ব কবিতার কারুকার্য দিয়ে যেন
সাজানো থাকে, টোলপরা গালের মত দেখি ঘূর্ণি পাকে চাঁদের আলো,
ডুবে যাই, মিশে যায় সেই সাগর পাকে স্নিগ্ধ আলোর স্রোতে।