প্লিজ তুমি ফিরে এসো
আল আমিন চৌধুরী স্বপন


তুমি কি আর ফিরে তাকাবে না, তুমি কি আর আমাকে দেখবে না !
তোমার স্বজল দুটি চোখ আমার এই দু'চোখে নিঃশব্দ আয়নার মত,  
তোমার ঐ ভাঁজ পরা চুলের ভাঁজে ঢেউ খেলছে আমার অতৃপ্ত বাসনা।


আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যাচ্ছে, অভিমানটা তুমি বুঝলে না,
ধবল বকের ঝরা পালকের মত তোমার আমার স্মৃতিগুলি ঝরে পরছে,
তুমি একবারও ফিরে দেখলে না। বড্ড কষ্ট হয়, যতটুকু ভালবেসেছো
তার মূল্যায়ন করতে পারলে না। তোমার প্রকৃতি সন্দেহে ভরা,
তুমি ভুল বুঝে ভুলের মাধ্যেই রয়ে গেলে, আমাকে শুদরাতে দিলে না।


নীজেকে প্রশ্ন করে দেখো না ! আমি কি তোমার নই ?
তুমিও তো চেয়েছিলে আমি তোমারই হই! তাহলে অবিশ্বাসের
ছায়ায় কেন করো ঘুরাঘুরি! তোমাকে ছাড়া আমি কি করে বাঁচি!
বিমূর্ত ভাবনায় ক্ষণে ক্ষণে টের পাই তোমার উপস্থিতি।  
আহত পাখীর মত চেয়ে আছি তোমার ফিরে আসার অপেক্ষায়,
সব ছেড়ে-মুছে ফিরে এসো তুমি, আমার একান্ত অনুভবে।  


তুমি আসলেই স্বজীব হবো, চোখের জলে ভাসিয়ে দিবো-
পাওয়া না পাওয়ার কষ্টগুলি, তোমার চোখে চোখ রেখে
নীজেকে সপে দিবো দ্রুপদী শিল্পের উচ্ছাসে, কোন এক কাব্য রোমাঞ্চে  
তুমি ফিরে এসো, ফিরে তাকাও আমার দিকে, দেখো কাঁপছে আমার প্রত্যাশা,    
আমার মনের অজান্তে হারিয়ে যেতে চাই তোমার নিসর্গ ঠিকানায়-
প্লজ ফিরে এসো তুমি।