আমারও তো চেনামূখ হতে ইচ্ছে করে
আল আমিন স্বপন


আমারও তো চেনামূখ হতে ইচ্ছে করে-
যে আশা নিয়ে এত কবিতা লিখলাম, তারপরও এখন পর্যন্ত  
সে আশা পূর্ণ হলো না,  
অথচ, অচেনা এক বাঁশি ওয়ালার বাঁশির সূর শুনে
মন পাগল হলো। আমি তো চলে যাওয়া মানুষগুলোর
কবিতার আওয়াজ শুনে জানা অজানার পথ খুঁচ্ছি।
ভেবেছিলাম, কবিতার বাসর সাঁজাতে সুন্দরের  
পরিচর্চা করবো, কারণ সুন্দর  মনমুগ্ধকর হলে,  
কবিতার স্বাচ্ছন্দ অনায়াসে আমাকে কাছে টেনে নিবে।  
আমারও তো চেনামূখ হতে ইচ্ছে করে !


দ্রুপদী লয়ে শিল্পকলা নৃত্য করে বাদ্য-যন্ত্রের তালে তালে,  
সূরেলা ধ্বনি রাগ ইমন,ভৈরিবী,একতালের সূর স্পন্দনে
আমি তো মাতোয়ারা, কত অঙ্গ-ভঙ্গী করে বুঝাতে চাই
আমি তো তোমাকেই ভালবাসী ! অক্ষরে অক্ষরে শব্দের
আকার-ইঙ্গিতে কবিতা  প্রাণবন্ত করার অনেক চেষ্টা করি-
তারপরও, তুমি আমার দিকে ফিরেও তাকাও না !  
আমারও তো চেনামূখ হতে ইচ্ছে করে !    


বর্ষার রিম-ঝিম বৃষ্টি দেখে কত কবির মন কবিতার-
সায়োরে ভেসে ঢেউ তুলেছে, আমি তো গ্রীষ্মের হাত পাখা,  
শরতের উষ্‌, হেমন্ত ধানের শীষে, শীতের শিশিরে ভিঁজে,  
বসন্তের মাতাল হাওয়ায় আকুল আবেদনে তোমাকে খুঁচ্ছি,  
তুমি বার বার আসবে বলে কারুকার্য্য খঁচিত রঙীন মলাট আবৃত  
কবিতা গুচ্ছ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি।
যদি সুদর্শন হই, কারো মনে-লাগার মত হই,

যদি মঞ্চোস্থ কারো কন্ঠের ধ্বনি হই সূর আর শব্দের ঝংকারেযদি বেঁজে উঠি নিজস্ব স্বকিয়তায়, তাহলে প্রিয়াঙ্গনে  তোমার পিছনেই ছুটবো কবিতার কাল উত্তরণে,
আমারও তো চেনামূখ হতে ইচ্ছে করে।
© আল আমিন স্বপন
    ২৬/১১/২০১৪