আল আমিন স্বপন
“মৃত নুরুজ্জামান জনি”
আমি তো এখন মরা মানুষ
গুপ্ত হত্যার শিকার,
আমার নাম ধরে আর ডাকবে না কেউ
সবার চোখে এখন আমি মরা লাস।


বন্ধুক যুদ্ধের নাম করে আজ-
গুলি করে মানুষ মারিস !,
তোরা হত্যাকারী হত্যাকারী দানব পুলিশ,
নির্বিচারে আমায় তোরা কেন ক্ষুণ করিলি ?
আমার হাত নড়ে না,পা নড়ে না  
নিথর দেহে পরে আছি।


জানি আমি, শুনি আমি, দেখছিও আমি
আমার মরা নিয়ে চলছে এখন মিথ্যাচারি,
জেনে রেখো পুলিশ আমার হত্যাকারি।


দলবাজি আর গলাবাজি সাপের খেলা আর কত খেলবি ?  
বিপদ তোদের সামনে ভারি,দেখ মৃত্যু কুলের আহাজারি,
জুরে দিলাম অভিশাপ এবার নিজের বিষে নিজেই মরবি।
© আল আমিন স্বপন
   ২১/০১/২০১৫