মানুষের কথা
আল আমিন স্বপন


তুমি ধবধবে সাদা আমি জমকালো মানুষ
ঘৃনা কর ভৎসনা কর নিগৃহিত করে রাখ
যত পার অবজ্ঞার চোখে দেখ, কিন্তু অস্বীকার
করতে পারবে না তুমি আমি দুজনেই মানুষ।


নোনা জলে স্ফিত উত্তুঙ্গ খেলায় স্বর্গ-মর্ত
একাকার করে মহাঘনত্বের লেয়ার থেকে বিচ্ছরিত
তুমি আর আমি একই সৃষ্টিকণা।


থেমে নেই কিছুই, থেমে থাকবেও না
কওদেখি কতকাল হাইড্রোজেনের স্রোতে ভেসেছ
কতকাল পরে মাটির সন্ধাণ পেয়েছ,
বিবর্তনের ঘুর্ণিপাকে স্বয়ং বিন্দু থকে অসীমে
এযাবত মানুষ যায় মানুষ আসে।


শুনেছি সাজ্জাদ মনগড়া-
বেহেশ্‌ত তৈরি করে প্রবেশ করতে পারেনি,
ফেরাউনের অকপটে খোদা'ইদাবী,সব অহংকারই
কালের গহবরে মৃত্যুমুখে বিলীন।


জন্ম মৃত্যুর মাঝে সময়ই বা কতটুকু-
কিসের আশায় বিভেদ,তফাতের প্রাচীর
এসো নতুন পৃথিবী নতুন করে ভাবি,
আর নয় শক্তিপরীক্ষা,গড়েতুলি সম্প্রীতির পৃথিবী
মানুষের ভিতরে আলোকিত মানুষ-
সে মানুষ আছে একে অন্যের অন্তরে।