জন্ম মৃত্যুর মাঝে
আল আমিন স্বপন


মৃত্যু নিরুক্তর, জন্ম মৃত্যুর মাঝে-
জীবনই উত্তর খুজে বেড়ায়,  
আক্ষেপের ধ্বণি তুলে জেগে উঠার বসনা
স্বপ্নের ভিতর থেকে স্বপ্ন জন্মায়,
জীবনকে বিনির্মান করে যাপেনের বাসনা
আসমান জমিনের মধ্যে যাকিছু অমগ সৃষ্টি
সব অবলোকন করে জাগিয়ে তুলে-  
বেঁচে থাকার আত্নবিশ্বাস,
প্রতিনিয়ত নতুন নতুন বার্তা নিয়ে আসে
জানা আজানার অনেক কৌতুহল,
খুঁজে বেড়ায় অতিত বর্তমান ভবিষ্যত,  
জেগে উঠার মহিমা আলোকিত করে আগামির পথে-
উত্তর খুজে নাও নিরুত্তর প্রবাহে,
জীবনের প্রতিটি মুহুর্তই মূল্যবান,  
সুন্দর এই পৃথিবী সুন্দরতম করে রেখে যাও।