কাব্য মলাট
আল আমিন স্বপন


চোখের আড়ালে স্মৃতি নীরব উঠে আসে
দরজার খিলান খুলে দেখি স্নিগ্ধ রাত,
জোঁসনার আলোতে ছায়ারা সাথে সাথে চলে
গুণ গুণিয়ে শব্দ মৌ কবিতায় গান ধরে
লৌহিত ফাগুন নৃ্ত্য করে একুশের বৈভবে
সকল স্বপ্ন সকল ভাবনা হয়ে উঠুক একে অন্যের
যদি বেঁজে উঠে একই স্বরে সোনালি কোরাস
চোখ মেলে দেখব একটি কূ্সুম সকাল।
রক্তিম স্মৃতি গুলো দিবে বিশ্বাসের দোহাই
সোহাগের রঙে রঙে ভরে দিবে কাব্য মলাট।