প্রত্যয়ের সঙ্গীত
আল আমিন স্বপন


একটি অঙ্গীকারের চূড়ান্ত সাফল্য রক্তক্ষয়ি সংগ্রামের লক্ষ্যস্থল
এই ছাপান্ন হাজার মৃত্তিকা ভূমি তুমি আমার।
আমার অবদমিত উচ্চারিত কন্ঠকে যারা দাবিয়ে দেওয়ার
অপ প্রায়াস চালিয়েছিল,
বাক স্বাধীনতার অধিকার ছিনিয়ে নিতে যারা ষড়যন্ত্র করেছিল-
তাদের বিরুদ্ধে ছিল আমার ও আমার গোত্রের দুর্দান্ত লড়াই।


এক সময় ছিল প্রস্তরের গায়ে অঙ্কন দেখে পথ চলা,
খোঁদাই করা প্রত্নতত্ত্বের শিলালিপি দেখে দেখে হারিয়ে যাওয়া
জনপদের কালো ইতিহাস থেকে মানুষের অধিকার-অনাধিকাররে-
রক্তাক্ত প্রতিবাদের কথা জেনেছি।
তবুও এই ক্রন্তিকালে মুক্তির সূচনায় মাটির হদিস পেতে পেতে
আকাশ সংস্কৃতির আগ্রাসনে প্রতিবন্ধকতার সকল বাধা অতিক্রমন করে
আমরাও স্বাধীন এই বাংলায়, আপন বলয়ে সমৃদ্ধির দিকে যাচ্ছি।
সংস্কৃতি চর্চা আর নতুন প্রযুক্তির বিশ্বায়নে এনেছি নতুন মাত্রা।
© আল আমিন স্বপন
      ০৩/০২/২০১৫