একুশের সম্মান
আল আমিন স্বপন


একুশ সাম্প্রদায়িক, একুশের প্রথম ভাষা বাংলা,
রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আজ-
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।


রক্তের ভাষা নেই, সকলের রক্তই লাল
মানুষে মানুষে রক্তের সম্পর্ক, মানবতাবোধ
ভূলেনি বিধায় একুশ আজ ছুঁইয়েছে পৃথিবী।


একুশ আমাদের  এত গর্ব-
এ সবই নিজস্ব ভাবনা থেকে প্রতিষ্ঠিত,
তাই একুশ সাম্প্রদায়িক প্রতিটি মাতৃভাষাকে
দিয়েছে  আন্তর্জাতিক সম্মান।