বেসামাল
আল আমিন স্বপন
খুব বেশী খুঁশিও হলাম না, আর সুখিও হতে পারলাম না-
দেশ উন্নয়নের নামে অপরাজনীতি আর চাবুক মারা বক্তব্য শুনে।  
ডিম পারা মুরগির মত কড়-কড়ানি ডাক শুনে মনে হয়,
উন্নয়নের জোয়ারে বাংলাদেশ ভাসছে, শান্তির ফোয়ারায়-
মানুষ পুন্য স্নান করছে, অথচ চৌদ্দগোষ্ঠী উদ্ধার করতে না পেরে
স্বপ্নের সোনালী সকাল এখন দূঃস্বপ্নের কঠিন বাস্তবতার মুখোমুখি,
সামনে তুফান ভারী, দমন-পীড়ন আর ক্ষমতার মহামোহে-
এক পথচারি বে-বুঝ স্বৈরতন্ত্রী বুঝে না গণতন্ত্রকামী মানুষের ভাষা।  
শুরুতেই ভুল করে ক্ষমতা এখন বেসামাল, ব্রেক্ ফেল-গাড়ির মত
ঝুকি নিয়ে চলছে কন্টাকির্ন গতান্তরে। কি যে হবে সামনে ?
উৎতপ্ত রাজনৈতিক মাঠ, মানুষের হতাশা লাঞ্ছনা বেড়েই চলছে,  
সারা দেশের সড়ক চলাচল এখন ভয় আতংকের অগ্নিপথ, জ্বলছে-
যানবাহন, ঝল্‌সে অগণিত যাত্রীরা, হাসছে শয়তান,
কাঁদছে হাসপাতালে শায়িত সাদা ব্যান্ডেসের ভিতর জলন্ত মানুষ।  
আগুনে পোড়া দগ্ধ-বিদগ্ধ মানুষের বিদেহী আত্মা দিচ্ছে অভিশাপ।
তবুও নিস্তার নেই, তবুও আপোষ নেই,কারো ত্যাগ স্বীকারও নেই,
আছে শুধু বেসামাল গলাবাঁজি, দলবাঁজি আর পাল্টা-পাল্টি দুশমনি।
© আল আমিন স্বপন
      ১০/০২/২০১৫