টোকাই ও ফুলমেয়ে
আল আমিন স্বপন


আকাশে থেকে আগুন ঢালা সূর্য তাপ মাথায় নিয়ে  
টোকানো কাগজের বস্তাকাঁধে হেঁকে চলছে টোকাই
কত দূর হাটা, কাছে থেকে দেখা ব্যস্ততম ঢাকা  
পথে পথে তার কাগজ খোঁজে, কেটে যায় সময়  
কাগজের ভাঁজে ভাঁজে অস্থির সময় হারিয়ে যায়-
তার দূরন্তপনা।


পায়ে চলা ফুটপাত গিজি-গিজি দোকান পসাদ  
এদিক সেদিক দেখে শুনে একদৌড়ে হয় রোডপার
ভির ঢেলে পথচারি ঝুকি নিয়ে পার হয়।
কারকথা কে শুনে ফুট্-অভার ব্রিজে কেউ না হাটে।


যান জট্‌ সিগনালে ফুল মেয়ে ফুল বেচে
রোদ তার গায়ে সয়ে ভর দুপুর ঘাম ঝরে
কেউ কিনে কেউ মায়া করে ভিক্ষে সাধে,
এমনি করে দিনযায় মাসযায় পোড়া কপাল না জুড়ায়।


তারপর একদিন থেমে গেল পথচলা
জীবনের বেঁচা কেনা শেষ করে হঠাৎ
গাড়ীর চাপায় পরে মরে গেল মেয়েটা।