ওরা আর ফিরে না
আল আমিন স্বপন
বিশ্বাসের দুয়ার খুলে শুনি অবিশ্বাসের উদাসী কান্নার মুর্ছনা।
মূল সঙ্গীতের চাপা কান্নার সুর বেঁজে উঠে ধুকে ধুকে,
সবুজ নক্ষত্রগুলি দিক বিদিক চলে যায় ভিন্ন পথে।
কোন্‌ বীনায় বাঁজে আজ নীর্ভরতার উচ্চাংগ সংগীত ?
মৃত্তিকার ধমনিতে বয়ে চলছে আজ তেপান্নতেরের উষ্ণতা,
সুরক্ষিত সবুজ বেড়ে উঠে চলে যায় শিকড় ছিঁড়ে, কিন্তু-
ওরা আর ফিরে আসে না নিজস্ব ঘরে।