কেউ কি বলতে পারে
আল আমিন স্বপন


কেউ কি বলতে পারে সুখ শান্তির দেশ কথায় !  
দিন রাত নির্ভয়ে বসবাস করার কোথায় সে ঠিকানা,
মেঘ ঘন নীলাকাশের নীচে সবুজ সুখ দেখি, বৃষ্টি অনাবৃষ্টি   খরতাপ-দাহ করে তাদেরও সময় অসময়ে শুকিয়ে যেতেদেখি,
আবেগময় যৌবনে যে প্রেম আবেদনে ছিল মূল্য বোধের ছোঁয়া,
সে প্রেম এখন কামনার লালিত্যে ভরা, ভালো লাগা থেকে সুন্দরতম ভালবাসা আজ নিরুদ্দেশ।  
দেয়ালের এপিঠ ওপিঠে বাস করেও নেই যেখনে চেনা জানা,
দেখা দেখির মাঝে চলছে এখন 'হ্যায় হ্যালো' বলা, কুশল বিনিময়ে নেই সোহার্দ শুভ কামনা । ইমারতের কঠিন পাজরে বাধা অব্যক্ত মাটির কান্না, জমি উজার করে গড়ি সুখের আবাস। পাখিদের মত মানুষ একদিন বাসা বাধবে গাছে গাছে। প্রযুক্তি নির্ভর এ জীবন ক্ষিণ হয়ে আসছে, একান্নবর্তী পরিবার এখন অনেক অন্নে বিভক্ত।  
আধুনিকতার ছোঁয়ায় মানুষের বন্ধুত্ব জমে উঠেছে ফেইসবুকে,
নকল মানুষ সেজে বিখ্যাত হতে চায় ঘর ছেরে ঘরের বাহিরে
অনিয়ন্ত্রিত পশুশক্তি সৃষ্টির উন্মাদনায় করছে স্ব রাজ্য বিস্তার
সমাজ, রাষ্ট্র ও মূল্যবান এই মানব জমিন করছে কুলশিত,
সহজ সরল ভাবে বেঁচে থাকার মানে সবাই বুঝে, বুঝেও যারা না বুঝার ভান করে মানুষেরে বিপন্ন করে, তাদের কোন দেশ নাই। তারা শিকড় ছারা যাযাবর, ঘর ছাড়া বেঘর। যে সুখ আছে নীজের মাঝে আমি খুঁজি তারে দেশ দেশান্তরে।