প্রিয় মৃত্তিকা
আল আমিন স্বপন


এ পথ, দীর্ঘ পথ অফুরান মেঠপথ চলতে চলতে ফুরায় না আমার মৃত্তিকা পথ-  
সহসা শুনি পাখীর গান, নদীর কলকল ধ্বনি নীরবধি আঁকা বাঁকা স্রোত বয়ে চলে
জোঁয়ার ভাটার টানে। যত আসে স্রোতের টানে ততই চলে যায় সময়ের সাথে।
বৃক্ষ আমাকে দিয়েছে বাঁচার উপাদান, তোমার সবুজ আমাকে দিয়েছে নতুন প্রাণ,
প্রিয় মৃত্তিকা, তোমার ষঢ়ঋতুর অবগাহনে জীবনকে করেছি উপভোগ,
তোমার ললিত কলার কোরাজ সঙ্গীতে অনুপম কাব্যিক নূপুর বেঁজে উঠে-  
মনের জলসা ঘরে। অগণিত পাখীর গান শুনি দরাজ কন্ঠে, শুনি নির্ভরতার গান,
তোমার আচলের ভাঁজ ভেঙ্গে রঙীন স্বপ্নগুলি ছড়ায়ে আছে সীমানার চৌহদ্দি ঘিরে।


প্রিয় মৃত্তিকা, স্বর্গের চেয়েও সুন্দর তুমি, তোমার ফল-মূল, পাখীর গান, তোমারই
বুকের মাঝে চরাচর, তোমার মাঝেই সুখ-দুঃখ বেঁচে থাকার সব চাওয়া-পাওয়া,
হে প্রিয় মৃত্তিকা, তুমি সৃষ্টিকর্তার অপার নিয়ামত, দুনিয়ার সব লোভ-লালসা,হিংশা-প্রতিহিংশা, আত্ম-অহংকার ভুলে, তোমার পরেই সিজ্‌দা করি মহান প্রভুর
দয়ার আশে। হে প্রভু, ক্ষমা করো, মার্জনা করো, ঈমানি শক্তি মজ্‌বুত করো,
তুচ্ছ-সব দুয়াবি কাজ-কারবার। হেফাজত করো, হেদায়াত করো, অনুগ্রহ করো,
দয়া করে এই প্রার্থনা কবুল করো,জীবনের শেষে যেন পাই এই মৃত্তিকার-
প্রিয় জন্মভূমির মাটি।
© আল আমিন স্বপন
    ৩১/০৩/২০১৫