শুধু তোমার আমার
আল আমিন স্বপন
সুন্দরের কাছে সম্পূর্ণ সপে দিয়ে নিজেকে
গেরস্থালী ঘরে লেগেছে অনুরাগের ছোঁয়া
ফিস ফিস করে কথা বলে মধুমাখা আবেক,
প্রকৃতির শরীর বেয়ে নেমেছে জোঁছনা
কান পেতে শুনি কাক-পক্ষি ডাক।  
ভোরের আবেস উড়া-মুড়ি দিয়ে উঠে
যেন না ফুরায় স্নিগ্ধ সকাল।
কাল রাতটি ছিল অতি সুখের রাত
ক্ষণিকের বোধটুকু জমাট বেধে থাক,
এই দিব্যি করে বলছি-
প্রতিটি রাত যেন হয় শুধু তোমার-আমার।


© আল আমিন স্বপন
    ১৬/০৯/২০১৫