সে তার সংগে আছে যে তার হয়েছে
আল আমিন চৌধুরী স্বপন
কোথায় সে? আমরা যাকে খুজি, সে কি কোন নারীর কাছে থাকে, নাকি কোন পুরুষের কাছে। কোথায় তার ঠিকানা! কোথায় তার আস্তানা! সে কি থাকে কোন মসজিদে, নাকি মন্দীরে, নাকি গীর্জায়? এত সব আয়োজন, গানের আসরে কান্নার রোল, বুকের সাথে বুক লাগিয়ে মহতের আড্ডা, নাকি কতগুলি তত্ব কথা বলে মানুষকে সম্বোহন করে তাকে পাওয়ার সম্ভাবনার আশ্বাস দেওয়া! ফকিরী জাহির করে যারা কথা আদান-প্রদান করে, মানুষকে গোলক ধাধায় রেখে ঈশ্বরকে পাওয়ার আশে পীর-মুরিদী খেল খেলে, তাদের কাছেও কি সে আছে? সাধুসঙ্গ, জলসা, ধর্মতর্ক, সারা দুনিয়ার কিতাব-কুতুবের মধ্যে কি সে আছে? এক গাদা মাথায় চুল দারী-গোফ রেখে বা মাথায় টুপি-আসকান পরে মানুষের ব্যস-ভূষনে কি তাকে পাওয়া যাবে? না, তাকে পাওয়া যাবে না। জ্ঞান তপস্যা ভাবের কথা কেনা-বেচা করেও তার নাগাল পাওয়া অনেক কঠিন। একমাত্র  তার গুণগান নেক আমলেই তার সন্ধান মিলতে পারে। সে তার সংগে আছে যে তার হয়েছে।