বাতির আলো
আল আমিন চৌধুরী স্বপন


কয়লা যতই কালো হোক না কেন! ডায়মন্ড সেখানেই পাওয়া যায়। আকাশ মেঘের কালো রূপ যতটাই দেখি না কেন! সচ্ছ ফোটা পানি হয়ে সহসা জমিনে বৃষ্টির ঢল নেমে আসে। তলোয়ার যতই ধারালো হোক না কেন! বিপরিত দিক থেকে ঢাল হাতে শত্রুকে ঠেকানো যায়। ভিতরের জেদটাকে যতই দেখাতে চাও বাহিরে, আসুখে-বিসুখে বয়সটা তোমাকে নিয়ে যাবে বিছানায় শুয়াতে। আজ যাহা জীবন্ত কাল তা হতে পারে মৃত। সাপের সামনে পরলে ছোবলের ভয়, বিষোধর সাপে কাটলে ক'জন রক্ষা পায়! তুচ্ছ-তাচ্ছিল্য করে যে যায় এই পথ দিয়ে, তার জমা-খরচ দিয়েই যেতে হবে এইখানে। মরতে যখন হবেই তাহলে মরার আবার কিসের ভয়। অন্ধকার আসার আগেই নীজের বাতি নীজেই জ্বালিয়ে যাবো।