আমি পথ খুজে পেলাম না
আল আমিন চৌধুরী স্বপন


আমি একজন বাবাকে দেখেছি, কাধে লাঙল বাম হাতে দড়ি, ডান হাতে নড়ি মাথায় নাস্তার হান্‌কী, হালের দুটো গরু নিয়ে বড় সড়কের মাঝপথ দিয়ে যাচ্ছে, খেটে খাওয়া সেই কৃষক বাবা।  সড়কের মাঝখান দিয়ে পায়ে চলা আঁকাবাকা ধবল পথ, ঢালুতে সবুজ দুব্বা ঘাস, সদ্য ধানের কঁচি পাতাগুলী দুলছে দখিনা বাতাসে। স্বপ্নগুলো চোখের সামনে সোনালী ধানেরশীষে, উঠোন ভরা শস্য আর গোলাভরা ধান, দুধে-ভাতে বাবার সুখ শুনেছি তাঁর নাম। আমি দেখেছি সেই বাবাকে, নীজে যেতেন চাষাবাদে, ছেলেকে পাঠাতেন ইস্কুলে। স্বপ্নটা স্বপ্নের ভিতর বীজ বুনে বিস্তর সীমানা জুরে,
কৃষকের হাসী শস্য দেখে। আমি একজন বাবাকে দেখেছি কৃষক বাবা, গরু নিয়ে যাচ্ছে ফসলের মাঠে, থায়-থায় বায়-বায় বলা লাগে না, পথ চিনে চলছে পথের ঠিকানায়। কিন্তু আমি মানুষ হয়ে পথ খুঁজে পেলাম না, নীজের জমি নীজে চাষও করলাম না।