ফুটপাত তুমি কার  
আল আমিন চৌধুরী স্বপন


ফুটপাত তুমি কার
দখল যার ফুটপাত তার,
যে যেখানে সে সেখানের।


ফুরসত নাই পথচারির
গায়ে গায়ে ধাককা খেয়ে
পায়ে পায়ে হেটে চলে।


বোতল ভাঙ্গা কাচের টুকরা
ম্যানহোলের ডাকনা খোলা
পথচারি ফস্‌কে পরে হরহামেশা।


গরম গরম পিয়াজ ভাজা
হরদমে কেনাবেচা
খাইতে খাইতে যায়বেলা।


আরো আছে রকমারি পসরা
প্রিতিদিনের জমজমাট ব্যবসা।


দখল যার ফুটপাত তার
খাজনা দেই চান্দাও দেই
লাঠির বাড়ি চাদাবাজি
দাবির মূখে হুমকি ধমকি
হুকুমদারির তাড়া খাই
নগদ নেয় নগদ খায়-
বয়েল ডিম আর খিরাই খায়
চা ত মাগনা খাওয়াই..
তারপরও ভাই রেহাই নাই।