পূর্ণ বক্ষের ছবি
আল আমিন চৌধুরী স্বপন
বুকের মধ্যেখানে একটা স্বপ্ন ছিল সোলো কলায় পূর্ণ,
সে এক পূর্ণ বক্ষের ছবি জীবন থেকে নেয়া।
আমি সইতে পারি না, কইতেও পারি না, স্বপ্নের পেটে
এত স্বপ্ন থাকে জানা অজানার ক্যানভাসে-
না জানা অনেক রঙমাখা চারুকলা ।মার্বেল পাথরে মোজাইক করা
চাক্চিক্কে গাঁথা মনের দেওয়ালে দেখি এক সুন্দর নারীর ছবি,
দ্রুপদী নৃত্যে মনের সাঁজ ঘরে সে ইশারায় ডাকে,
চলে এসো সোলো আনা পূর্ণ করে দিব তোমাকে।
কিন্তু কাছে যাওয়া মানা, ছুঁইতে মানা, তাকানো মানা,
তাই আমি ঘুরে ফিরে নীজের মধ্যে খুঁজি, দুঃখ-কষ্ট সুখ
একাকের করে এক’র মধ্য মিশে যেতে যাই-
যেখানে আছে পূর্ণ বক্ষের ছবি।