পাখি আর মানুষ
আল আমিন চৌধুরী স্বপন


পাখিরা কানে কানে বলে গেলো গানের পাখিরা এখন আর সুরের চর্চা করে না। রূপ চর্চা করে বেশী। সূর কি তাহলে হেরে যাবে রূপের কাছে। রূপ তো এখন অহ রহ মিলে বিউটি পার্লারে। যেমনটি চাও তেমনটি সাজায়। সাজ-গুজ তো হলো এবার সেলফি তুলার হিরিক। এ এক নেশার মত নেশা, কেউ ছাদের উপর, কেউ পার্কে বাগানে, লঞ্জ-স্টিমারে, গাড়ীতে, ঘরে-বাইরে, ড্রইংরুমে, যত্র-তত্র সেলফি তুলার এই যে নেশা, উকি দিয়ে ঝুকি, এক সেকেন্ডের মধ্যে অঘটন ঘটে যায়। জীবনের ঝুকি নিয়ে বাড়ছে অস্বাভাবিক মৃত্যু। নীজেকে সুন্দর সাজানো, অন্য কেউ দেখে যেন তার সুন্দরের তারিফ করে, এই সমস্তই চলছে ফেইসবুক, টুইটার, ইউটিউবে। মজাটা নিচ্ছে অসুন্দর। সুর হারিয়ে যাচ্ছে বেসুরের কাছে। এখন তো শেরাদের শেরা হতে সর্বচ্য এসএমএস' দরকার। সস্তার প্রতি আস্তা, ওয়ান টাইম ইউজ। যত কমে করা যায়, যত কম সময়ে পাওয়া যায় প্রাপ্যটা। এটাই এখকার চাওয়া-পাওয়া। চলছে ক্রসের অনুশীলন, হাইব্রিড চর্চা। পারো আর না পারো, পোজ-পাজ দিয়ে গাও। পাখিরা তো গায় ঋতুর গান, ফসলের গান, ভাবের গান। মানুষ মানবতার কথা বলে বলে গায় অধর্মের গান।